ঐ সবুজ গাঁ
ঝাঁকে ঝাঁকে নদীর তীরে
বাঁকে বাঁকে নদীর বুকে।
ডাকে ডাকে কোকিল ডাকে
আরো ডাকে কাজল মামা।
খুঁজে খুঁজে নদীর তীর
ঐ সবুজ গাঁ।
রঙ্গের মেলা পাখির ডাক
ঘাসের সবুজ নদীর বুক।
উড়ছে পাখি আকাশ মেলে
ঘুঘু ময়না টিয়া বক।
দোয়েল কোয়েল শ্যামা টিয়া
পায়রা ডাহুক বাবুই পাখি।
নদীর তীরে পাল তুলেছে
মুগ্ধ হয়ে মাঝি-
ওই তীরে চলে এসে
কত কথাই ভাবি।
হলদে পাখি ডাকে বসে
কাজল মামা এসে।
কোকিলের ডাকে গাছের ডালে
ভরা নদীর বাঁকে বাঁকে
ঐ সবুজ গাঁ।