""""""""বৃষ্টি""""""
সারা দিন বৃষ্টি নামে
শুকনো পাতার জল।
কিনামে ডাকি তোমায়
টিকলী নামের মেয়েটি।
গুন গুন গানে মধু সুরে
চোখের দিকে তাকিয়ে থাকে।
বলতে চায় হয়তো তুমি
এ পৃথিবীতে আলো-বাতাস।
পাতায় পাতায় জল
বৃস্টির দিনে কাছে বসে।
শুকনা কেওড়ার জল
এত খুশি এত ভারী।
কবিকে-কবি বলি
সংক্ষেপে টাইটেল ছড়া
বৃষ্টি নামে ডাকি।
টিকলী নামের মেয়েটি।
সারাদিন বৃষ্টির শব্দ
টলমল জল।
টিকলী নামের মেয়েটি
চোখে এত জল।