যদি মায়ের নামটা পূর্ব পাকিস্তান রাখো
কেউ মানবে না, মানবে না কেউ
আমরা মানবো না, মানতে দেবো না।
জাতীয় পাখির নামের পাশে
চুকার লিখে দেবে! এমন কিছু কি চাও?
কেউ মানবে না, মানবো না, মানতে দেব না।
যদি সাদা জুঁই ঢালা ভরে বেদিতে দাও
আর; বলো জাতীয় ফুল! শ্রদ্ধা জানাও।
বিক্ষোভে ফেটে পড়বে, যেমন দেখেছো ক'দিন আগে।
তোমরা কারাকোরামে সমাবেশ ডাকতেই পারো
কিন্তু; আমাদের দেখা হবে শহীদ সোহরাওয়ার্দী উদ্দ্যনে
তুমি পারচাম-ই-সিতারা আওর হিলাল গায়ে জড়িয়ে উদযাপন করতেই পারো, বাধা দেবো না
কিন্তু; আমার গায়ে সবুজের গন্ধ লেগে আছে, মাটিও ভিজে রক্ত লাল! থোকা থোকা রক্তের দাগ।
তুমি কন্ঠে তলবে, কৌমী তারানাহ্ কিংবা পাক সরজমীন!
আমি গলা ছেড়ে গাইবো, "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।"
শত্রুতা নেই তোমার সাথে! আছে কী তুমি যা ভাবো তাই।
কিন্তু; শুনে রাখো, আমারটা
আমি ভালো বুঝি।
জানটা হাতে নিয়ে পথ চলি, বুক ফুলিয়ে কথা বলি।