কী নামে ডাকি তোমায়?
বীর!
নাকি মহাবীর!
নাকি মহাবীরশ্রেষ্ঠ!
নাকি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানের চেয়ে বেশি কিছু!
কিংবা; আমার মায়ের পেটের নিরেট ভালোবাসার আদরের ভাই!
তারা জানে না তুমি হবে সংগ্রামের মুখ
তুমি হবে মহাকালের স্রোতে টিকে থাকা শত কবিতার মহাকাব্য
'তুমি সব মনে রাখা হবে, সবকিছু মনে রাখা হবে' কবিতার শিরোনাম।

তুমি মর নাই, তুমি মর নাই; ছোট, তুমি মর নাই
তুমি জন্মেছো নতুন করে, শুধু বাংলাদেশ নয় পৃথিবী জুড়ে
তুমি প্রমাণ করেছো আমরা ভীরু কাপুরুষ;
চোখ, কান, বিবেক বিক্রি করেছি মহাজনের দরবারে, আমাদের ক্ষমা করো।

তুমি তো জানো না ছোট্ট, অল্পের চেয়ে ছোট্ট জীবনের নিথর দেহেরও শক্তি আছে!
ঝাজড়া বুকে এতগুলো ক্ষত! ক্ষততে ক্ষততে এত কবিতা লেখা থাকে?
তুমি জিজ্ঞেস করতে পারো- মানুষ মারতে কতটা গুলি লাগে!
লাগে! লাগে! অভিসম্পাত কুড়াতে অনেক গুলি লাগে।

এই পৃথিবীতে মানবতা, ন্যায্যতা ও মনুষ্যত্ব বলে
কিছু নাই! হয়তো নাই, হয়তো ঢের আছে।
তোমাকে নিয়ে কাশ্মীরে কবিতা লেখা হচ্ছে, কলকাতায় মিছিল
বাংলার বুকে ইতিহাস লেখা হবে, সবকিছু স্রোতে টিকেও যাবে।

আক্ষেপ!
তুমি কী জানতে না? অন্ধকার সভ্যতায় মূর্খের সামনে এভাবে বুক পেতে দিতে নাই!
তারা মূল্য বুঝবে না! তুমি কী জানতে না?
মানুষকে বিশ্বাস করা যায়, হায়েনাকে নয়।

তুমি চলে গেলে!
এ যেন বীরের প্রস্থান, এ কোন মৃত্যু নয়;
সচারাচর মৃত্যু এভাবে আসে না।

তোমাকে নিয়ে গেলো মহাকাল দিয়ে ইতিহাস।
তুমি হবে মহাকালের ইতিহাস, তুমি হবে সংগ্রামের চেতনা।

তুমি বেঁচে থাকবে বাংলাদেশের হৃদয়ে-অন্তরে-অন্তরে
আবু সাইদ তুমিই বাংলাদেশ, তুমি বাংলাদেশের হৃদয়।