ভালোবাসা কোথায় আছে? ঠিকানা কোথায়?
একটা মানুষ একটা মন! জনে জনে পৃথক
দু'জন মানুষ অবুঝ শাসন; কি তার অনুঘটক?
ভাঙা মন, একটা বাড়ির ভেঙে পড়া ইট-বালি-পাথর
সকল জীবন সবখানেতে বিষণ্নতায় নিথর।
ভলোবাসা কোথায় এখন? কোথায় পাওয়া যায়?
দু'জন মানুষ এক হলেই কি রঙিন শরীর হয়?
যাক না ভালো দিনগুলো, চিতায় বর্ণহীন
পাশাপাশি থাকলে কি আর মাপা যায় কার চোখের জল কত গভীর!
উপরে ধাওয়ার অজব খেলায় ধাওয়া প্রতিদিন!
সিঁড়ি ভাঙার খেলায় মোরা আজও অন্তহীন!
ভাঙা মনের আজব দেয়াল, নোনা বালির তীর
আলো ছাঁয়ার আজব খেয়াল, মনের সংঘাত!
বারেবারে ফিরে আসে দাঁড়ায় সামনে; স্মৃতির ধারাপাত।
বিকেল গিয়ে রাত দিয়ে যায় নিকষকালো রাত
বুকের উপর হেঁটে বেড়ায় কষ্টের প্রপাত, আলোর অপবাদ
বুঝিয়ে যায় বিষণ্নতায়; কে আপন, কে পর
এক'ই ছাদের নিচে মানুষ জড়ানো হাত; নাকি সংঘাত।
শত বছর থাকলে কাছে শরীর থেকে উঠে শরীর
শরীরেতে শরীর মিশে নতুন ধারাপাত; আবার প্রপাত
আধো-আলো, আধো-ছাঁয়ায় চলছি মোরা ঘোরে
যুগের পর যুগ চলে যায় বুঝলাম না কার বুকে কত নোনাজল পড়ে