এই যে চারপাশে বাতাশের ব্যাংক
অনেক স্মৃতি জমা আছে ব্যাংকে
গুমোট বাতাসে স্মৃতি
খোলা হওয়ায় স্মৃতি
ঝড় তান্ডবে স্মৃতি
গাছের পাতা নরুক না নরুক
বাতাসের পেট ভর্তি স্মৃতি
অনেক... স্মৃতি।

বাতাসে বাতাসে স্মৃতির গভীরতা জানা নেই
ধারণা নেই
কিন্তু
অর্থহীনভাবে স্মৃতি হাতরে বেড়াই
যে স্মৃতি পাব না তার জন্য হাতরে বেড়াই
স্মৃতি খুজেঁ শান্তি পাই, পরম শান্তি
এই শান্তি অন্য কোথাও নাই
কত স্মৃতি আমার জন্য যন্ত্রণার!
তাকেও খুঁজে ফিরি
কত স্মৃতি পরিত্যক্ত লাশের!
তাকেও খুঁজে ফিরি
আনুষ্ঠানিকতাহীন চিহৃহীন কত স্মৃতি!

স্মৃতির বুকে মাথা রেখে ঘুমানো আমি ডুবে যাই
ডুবে যাই অর্থহীন মহাবিশ্বের নৈরাজ্যের ভেতর।

বারবার আবিষ্কার করি
স্মৃতি আর আমি একটি দেহ।
যদি ভাবনায় আসে স্মৃতি নেই!
আমি এখন বাঁচবো কেমন করে?

স্মৃতির বুকে মাথা রেখে এতটুকু না নড়ে পাড় করে দেই দিনরাত বছর।

আমি জানি জীবনের কোন মানে নেই
আমি জানি জীবনের অনেক মানে
স্মৃতিতে ডুবে থাকায় কোন মানে আছে কি না জানি না
আমি থাকি
তবুও থাকি
কারণ
স্মৃতি আমার বেঁচে থাকার জ্বালানি
অনেক স্মৃতি; সব স্মৃতি যত্নে রাখি।