বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন লাল-নীলে উড়তাম
নিজে উড়তাম কিন্তু ভালোবাসা সিন্দুকে আটকে রাখতাম
ভালোবাসা যেন পালিয়ে না যায়
আজকাল ভালোবাসার সিন্দুকে মরিচা ধরেছে
সিন্দুককে ফাঁকি দিয়ে ভালোবাসা হারিয়ে যাচ্ছে
ভালোবাসা আজকাল রঙ হারিয়েছে
ফিকে হয়েগেছে তাঁর রঙ
শূন্য হচ্ছে সিন্দুক, শূন্য হচ্ছে খাঁচা
ফিকে রঙ দেখে দেখে রঙ হারিয়েছে মাথার চুল
সাদা সাদা চুল দেখে মনে হয়
আমি তাঁকে ভালোবাসি না
আমি বারবার নিজের আচরণে হতবাক হই
তার দিকে কেউ তাকালে আমি আর রাগ করি না
আর ফেটে পড়ি না কেউ চেয়ে থাকলে
হিংসে হয় না কেউ আঁচল ধরে বেড়ালে
জ্বলি না তার ফোন কলে ব্যস্ততা বাড়লে
আমি জ্বলি না, ফেটে পড়ি না, আমার হিংসে হয় না
আমি হতবাক হই! তাহলে কি তাকে আর ভালোবাসি না!