জীবন জীবনের মতো।
শুধু বিজয়!
শুধু ভালো!
শুধু আনন্দ!
শুধু বন্ধু!
সব এক সঙ্গে আসে না।
জীবন যদি শুধু আনন্দে ভরা হতো
জীবনে যদি হারানোর ভয় না থাকতো
জীবনে যদি পরাজয় না আসতো
সব একঘেয়ে মনে হতো।
জীবনকে জীবনের মতো বুঝতে
অনেকটা সময় লেগে গেলো।
চিরকাল নাকি এমনই হয়!
আমারও তাই হলো, বুঝতে সময় লাগলো।
খুব দুঃখিত জীবন
একটু দেরি হয়ে গেলো
বুঝতে দেরি হয়ে গেলো
সবার যেমন হয় আমারও তাই হলো।