একবুক অন্ধকার রাত নিয়ে বসে আছি
আঁধারের দিক চোখ
চোখের ভেতর অাঁধার আমার
কোথাও কেউ নেই
কার যেন কী আমানত নিয়ে বসে আছি।
কোথাও কেউ নেই
স্বপ্নগুলো উড়ে যাচ্ছে হা.. করে থাকা শকুন, কাকের দিকে
যাক
চলে যাক ওঁরা
ভেতর থেকে কড়া নাড়ে, নিবিড় ভেতর থেকে
আমি কেঁপে যাই গভীরে।
নেই।
কোথাও কেউ নেই
আমি এক বুক অন্ধকার নিয়ে বসে আছি
আমার চারপাশে শিক আঁটা
আঁধারের শিক আঁটা
আমি বসে আছি এক পৃথিবী অন্ধকার নিয়ে বসে আছি।