একদল এতদিন
রাজাকার ট্যাগ লাগাতো যাকে তাঁকে
ট্যাগ দিতো শিবির ইচ্ছে মতো!
ঘৃণ্য কর্ম ছিল প্রকৃতি সবই দেখেছে, করেছেও।
আরেক দল এখন! যাকে তাঁকে স্বৈরাচার ট্যাগ দিচ্ছে
কিংবা; দোসর।
ট্যাগ দিচ্ছে নাস্তিক অথবা স্বৈরাচারের আপনজন!
ঘৃণ্য কর্ম ঘৃণ্যই থাকে সবকালে
কলম বদলায় কিন্তু বর্ণের অর্থ পাল্টায় না।

যাদের কথার বাহিরে এতদিন!
এতদিন হতো না অফিসের কোন কাজ
পড়তো না একটা টুকরো পাতা! নড়তো না একপৃষ্ঠা কাগজ!
যাদের কথার বাহিরে একটি ধাপ এগোতো না কেউ
দুর্নীতির আখড়ার বরপুত্র ছিল যারা
যারা ছিল ছাতার বটগাছ অথবা টাকার কুমির!
তারা ধরেছে বঞ্চিতের রূপ কিংবা আন্দোলনের বৃহৎ চাবিকাঠি!
কিচ্ছু পায়নি তারা! অভুক্ত কতকাল ধরে
তারা বড় চেয়ার খান না পেলে যেতে পারে মরে!
ইন্টারেস্টিং! ভেরি ইন্টারেস্টিং!
সময় তুমি কী দেখালে? কী দেখালে বন্ধু!!

তবে তাই হোক, তবে তাই হোক
প্রকৃতি যেভাবে চায় সেভাবে হোক
কিংবা সময়ের হোক ইচ্ছে পূরণ।

আমরা যেমন ছিলাম তেমনি থাকি
ভালো কিংবা খারাপ।
আমাদের অফুরন্ত জ্বালানি-শক্তি আছে
আমাদের লাগবে না বঞ্চিতের কোটা
পূর্বেও লাগেনি চেতনার আশীর্বাদ ছিটেফোঁটা
কোটা না মেধা? বঞ্চিতের কোটা। জয় হোক
জয় হোক তারা যেমন তেমন হোক।