মন!
তুমি বিষিয়ে যেও না
তুমি এমনটা করলে সহস্র প্রজন্ম বিষিয়ে যাবে
ক্ষতিটা অনুভব করতে পারো?
তুমি উদার হও
মন, তুমি বিষিয়ে যেও না।
সরল মন, তুমি সরল থেকো
ডুয়েল ফেইসে রূপ নিও না
মন, তুমি বিষিয়ে এঁটো হলে আমি কী নিয়ে বাঁচবো?
আমার কিছু নেই কেউ নেই আমার একমাত্র আপন তুমি।

মানুষ মরে গেলে একদিন মায়া ভেঙে যায় একদিন ক্ষতও সাড়ে
মন বিষিয়ে গেলে কী করে মানুষ বাঁচে?
মরে গেলে ভালো, মনটা বিষিয়ে গেলে মানবিকতা লিন হয়ে আসে
একদিন সবকিছু ভেঙে পরে।
আমার কিছু নেই, আমি একা কিন্তু মনটা তো আছে
আমি অনুভব করি, দড়জা বন্ধ করে ডুকরে কাঁদি
বুকের পাথরও নেমে যায়
এইতো সেদিন দু-হাত প্রসারিত মহাবীরের জন্য কাঁদলাম
সারাদিন মন ভরে কাঁদলাম।

মন তুমি বিষিয়ে যেন না, বিষিয়ে গেলে চোখে পানি আসবে না
মায়া থাকবে না বিষিয়ে ওঠা মনে।

কথা দিচ্ছি তোমাকে কথা দিচ্ছি
সব মনে রাখবো, সবকিছু লিখে রাখবো
তবুও তুমি বিষিয়ে যেও না, সরল থাকো
মন আমার।