মা
ওমা
মাগো, ক্ষমা করো!
তোমার শহিদ ছেলের রক্তাক্ত ভাষা ভালো নেই
ভালো নেই তোমার মুখের ভাষা, ভালো নেই ফেব্রুয়ারির ২১ তারিখ
রক্তাক্ত একুশ, রক্তে ভেজা বাংলা ভাষা কখন যে বাষা হয়ে গেছে!
টেরও পাইনি.
মা, ক্ষমা করো, মা
আমি ক্ষমা প্রার্থী, মা।
মা, তোমার ভাষা ভালো নেই
আজ বাংলা ভাষা ভালো নেই
সর্বত্র ভাষায় পাশ কাটায়
অন্য ভাষায় বাংলা সমৃদ্ধির বক্তৃতা দেয়!
আমার ভাষা ভালো নেই
বাংলা ভাষা অবহেলায়, অনাদরে
ভাষা থেকে বাষা হয়ে গেছে
টেরও পাইনি।