সালটা দুই হাজার ঊনিশ প্রথমবার অভিশপ্ত
দেবীর অভিশাপে অভিশপ্ত হলাম আমি
ভাবলাম দিন গেলে সব ঠিক হবে, আমি অভিশাপ মুক্ত হব
হলো না, হলো না আমার অভিশাপ মোচন
অভিশাপ বাড়লো কপাল জুড়ে
ভাবলাম অল্পের চেয়ে ছোট্ট কপাল আমার কতই বাড়বে কষ্ট
কিন্তু অল্পের চেয়ে ছোট্ট কপালও ভেসে গেলো
ভাসবেই তো! ভাসলে ছোট্ট কপালই ভাসে
আমারও ভেসে গেলো ক্যারিয়ার
ফলাফল জোড়া ডিপি, মাসে মাসে শুনানির চিঠি
আমি দৌড়াচ্ছি আর অভিশাপ বাড়ছে গাভীর রাতের মতো।
মাসটা জানুয়ারী দুই হাজার চব্বিশ
নব দেবতার অগমন আমার পাপ কমলো না, বাড়লো বৈকি
কয়েকগুণ বাড়লো, আমি পলে পলে অনুভব করি
দেবতা, মাঝামাঝি দেবতা, ক্ষুদ্র দেবতার উপস্থিতি
আমি বেঁচে থাকলে আঁচড় লাগে দেবতা গায়ে, মরে গেলেও লাগে
দেব দেবীর অভিশাপ অনিবার্য, এক লাথিতে সীমান্তে পৌঁছে গেলাম।
অর্ধ যুগ ধরে অভিশাপে পেয়েছে আমায়, অভিশাপ ছাড়া ঘুম আসে না আমার
আমি দেব দেবতা অভিশাপে ধ্বংস হয়ে যাচ্ছি
আমি ধ্বংস হয়ে যাচ্ছি, আমি তলিয়ে যাচ্ছি, তলিয়ে যাচ্ছে
জীবন-সভ্যতা-সংস্কৃতি-পূর্ণ প্রেম, বিদ্রোহ
আমার পূর্ণ শরীর জুড়ে দেব দেবতাদের অভিশাপ
এই ভালো না থাকার পৃথিবীতে কে ভালো রাখে আমায়?
আমি মহাকালে হারিয়ে যাচ্ছি, আমি তলিয়ে যাচ্ছি
দেব দেবতাদের অভিশাপে আমি ডুবে যাচ্ছি অথৈজলে
আমি মহাকালের দেব দেবতাদের অভিশাপে অংশ হচ্ছি
আমি অংশ হচ্ছি মহাকাব্যের
আমি অংশ হচ্ছি মহাকালের, আমি নিজে মহাকাব্য হচ্ছি।