ওহে চাঁদ কে!বলিলাম তুমি সুন্দর।
বুঝিল না সে আমার-ই কথা।
তুমি যে তেমনি ,পাথরকে কি বলিবো মনে-রই ব্যথা।
কত যে সুন্দর হইয়া ফুটিলো ফুল সাবাস দেওয়ার আগেই যে মুরছাইয়া গেল।
মনে বড্ড প্রেম নিয়া আসিয়াছিলাম,তা যে মনেই রইয়া গেলো।
সুন্দর এক ফুল দেখিয়া করিয়াছি ভুল,মন যে তার টানে হইয়াছে ব্যাকুল।
অতিথি পাখি সে,বসন্ত কালে আগুন জ্বালিল মনে।
সময়ের পরির্বতন যেনো হারিয়ে গেলো সব।
রেখে গেলো স্মৃতি, ভালোবাসায় আগলে রাখবে বলে।
পুড়ে কয়লা যে অন্তর,হারানোর ভয়ে তাকে হারিয়ে ফেলে সময়ের স্রোতে।
যে হারিয়ে যায় সেও নিজেকে খুঁজে নীরবে নিভৃতে।
কে হারে কে জিতে ভালোবাসায় সে তো অনুভূতিতে।
জিতার ইচ্ছা থাকলে হারাতে দিতাম না তারে,অন্তরে বাদীছি যারে। সে আছে আমার হৃদয়ে।