স্পর্শ মরমী,কাতর দিবস ও রজনী,ব্যাকুল তোমার-ই জন্য কোথায় আছো যে তুমি।
অপূর্ণতা এই জীবন পাইতো পূর্ণতা,যদি থাকো আমার-ই সং ব্যর্থ দিবস রজনী পাইতো পূর্ণতার ক্ষণ।
তুমি আমার শূন্যস্থানে।
স্নিগ্ধতা তোমার ছোঁয়ায়, আলোড়ন সৃষ্টি করে তোমার হাসি।
তোমায় দেখে রঙিন হলো জীবন।
তাইতো তোমায় এতো ভালোবাসি।
শীতল তোমার ভাবনায় মন।
যেন সব সময় সাথে-ই ভাবনা যে এমন।
মন তো এমন-ই যে শত বাঁধা উপেক্ষা করে।
কত রাত ও প্রহরে তোমার-ই চিত্র আকে।
তুমি সুন্দর তাইতো তোমাতে হই বিভোর।
দেখে না চক্ষু তোমায় তবুও শীতল হইবার অপেক্ষায়।
মন তো এমন-ই যে পাবো না কাছে তবুও স্বপ্ন সাজায়।
ভাবনায় অশান্ত হারাই তাকে কল্পনায়।
মন নামের যন্ত্রণা শরীর নামের পোশাকে।
আজও বুঝি নি কি চায় মন,কেনো হয় এমন?
ভালোবাসি যাকে সে হারিয়ে গেলো কোনখানে কখন। অপেক্ষা আর অপেক্ষা,কোথায় সে লুকিয়ে পরশ ও গুনিবো কতক্ষন সহে না মনে।