নিশাপতি রূপ তোমার নেশার ঘোরে চাইয়া থাকি।
ভালোবাসা অপূর্ণ,শুধু ইজহার করা বাকী।
জানি আমি দেরীতে বুঝেছি, তুমি অন্য কারো।
তাও তোমায় ভালোবাসি নিশাপতি।
তোমায় ভাবিয়া প্রতি ক্ষণ, নিশাপতি তোমার  রূপে হয়েছি উন্মাদ,রম্য হলে-ই  কভু হয় না হাত বদল।
অন্তরিন্দ্রিয় বিখারি তাহার,রম্য দেখিয়া পিরিত করিল  যেজন।
অচিরাৎ দেখিবে কালের বদল,নত করিবে তোমায় সে কার্য।
ভাবিয়া দেখিও করিলে কি? নশ্বর পৃথ্বীতে তারে পাওয়ার বাসনায়।
চাওয়া পাওয়ার বাসনা ভীষণ তারে।
মোহ সব রম্য, যাহা কর সাধন।
নশ্বর পৃথ্বিতে সবই নশ্বর,কভু করিওনা প্রেম,নত কৃপাণ ছাড়াই হবে শিরোচ্ছেদ।