চোখের জল শুকাবার নয়, শুকিয়ে গেছে।
বেশী হাসলে এমন কি হয় সুখ তো আর বেশী ক্ষণের নয়।
তুমি আসলে এমন বেশে আমি হারিয়ে গেলাম বিন দেশে ।
মনের গহীন থেকে দিয়েছিলাম আওয়াজ।
শোনো নি যে।
বাঙলে মন লাগে না জোড়া,আমি নিজেই নিজের কাছে ধরা।
শত্রু তো আমি নিজেই নিজের।
কল্পনায় কত! স্বপ্ন সাজাই ঘড়ি বাঙ্গি নিজেই,
দাফন দিয়েছি সে ভালোবাসা কত বার!
আমি পরি নি সত্যি আমি পারি নি,ভুলতে তোমাকে।
হয়তো আবার হবে দেখা মহা প্রলয়ের শেষ দিবসে।
সব বলিবো যা ছিলো অন্তরের গহীনে।