ছেয়েছে মেঘলা অম্বর বিহ্বল প্রশ্নে,
জবাব তাকে কি দিব,নির্লজ্জ অন্তর কে!
অশেষ কৃতজ্ঞ তার,যার চরণ তলে পিষে গেলো ভালোবাসার লাল গোলাপ।
নিশিতে ভেবেছি তারে অশ্রু জলে।
হয় কেনো এমন ভালোবাসায়।
হারানোর বেদনা জটিল।
কি দিবো জবাব, দীক্ষিত অন্তর কে!
যোজন যোজন দূরে মনের গহীনে।
নীরবে সে হাসে তারে ভালোবাসার দোষে।
অন্তর খেকো পাখি।