আজি এ বসন্তে কোকিলের
দেখা নাহি পাই,
তব সর্বত্র দেখি মোর কোকিলা কে।
আজি এ বসন্তে কোকিলের সুর
শুনিতে নাহি পাই,
তব সর্বত্র শুনি মোর কোকিলার সুর।
আজি এ বসন্তে কোকিলের রূপ
দেখিতে নাহি পাই,
তব সর্বত্র দেখি মোর কোকিলার রূপ।
মনে হয় কোকিলা এসেছে ধরায়,
কোকিলের রূপ ধারণ করায়।
তোমারি রূপের রহস্য খুঁজিতে,
হারিয়েছে মোর প্রান শক্তিতে।
ঐ দুটি চোখে মোর রাঙা পৃথিবী,
কুর্নিশ পৃথিবী তোর রূপের আভায়।
সর্প লোকের মতো হাঁটে যে কোকিল
তাহা দেখিতে মোর চোক্ষ যে মলিন।
হাসি দিলে মনে হয় পৃথিবী হাসে,
না তাকালে মনে হয় পৃথিবী কাঁদে।
ওগো, কোকিলা তোর প্রেমেরি ক্ষুধায়,
অঙ্গ ভঙ্গি জ্বলে যায় তোরি আশায়।
এক কোটি ভালোবাসা দিব যে তোরে,
রাখব হিয়ার মাঝে যতন ও করে।
ছেড়ে যাব না তোর আঁচলের খোট,
রাখো যদি মোর হাতে রাখো তোর হাত।