সুখ;
       ষোড়শত ক্রোশ পাড়ি দিয়ে,
       আমি যখন অস্তিত্বের টানে
       ছুটে চলি।
       পথচারী, বৃদ্ধ আলেয়ার মা,
       নাম না জানা অনেকেই
       আমার সুখের কান্ডারী হয়ে উঠে।
       আনন্দকে ভাগ করে নেই,
       আমার সফরসঙ্গী,আমার হৃদয় স্পর্শ করা,
      প্রকৃতির সৌন্দর্যের দৃশ্যপটের মাঝে।                
       মনের গহীনে ঊর্মিমালা দোল খায়,
       সুনামির ঝড়ে।
       কিছুক্ষণ পরে, শুভ মুখের দেখা।
      চোখের কোটরে সুখের জয়জয়কার।
দুঃখ;
       আবার গন্তব্যে পৌঁছাতে না পৌঁছাতেই
       আমাকে একটা বার্তা দিয়ে যায়,
       ফিরে যেতে হবে!যেতেই হবে!
       আমার আনন্দ মিশে যায় অন্তিম অন্ধকারে।
       বুকের ভেতর শূন্যতা বয়ে যায়,
       কর্ণফুলীর স্রোতের ভেসে।
       কিন্তু ছুটে চলবে আমার জীবনতরী ।
       বুঝতে হবে,ক্ষণিকের এই
       জীবন;এভাবেই করবে খেলা।
       আসবো যাবো রয়ে যাবে
       আমার স্মৃতির পাতার মেলা।
       যেতে মন চায় না,তবুও যেতে হবে,
       এইতো দুনিয়ার খেলা।