এক খন্ড মাটি ধ্বংস না করে
তুমি এক পৃথিবী মুছে ফেলো!
যেনো লক্ষ শিশুর অভিযোগ
শুনতে না হয় নির্লজ্জতায়;