সেই না গোধূলি
সেই না রজনী
সেই না ধ্রুবতারা
সেই না ভোর
সেই না শিশির
সেই না দিন
সেই না বছর
সেই না কোলাহল,
সেই না তুমি;-
বারেবারে যেনো হৃদয় ক্ষরণ করে যাও,
ফিরিতে চায় মন কিন্তু হলোই বা কোথায়?