সেদিন চিঠির খামে লুকিয়ে ছিল
ভালোবাসার প্রতিচ্ছবি,
কি অধীর আগ্রহে বসে
আছি চিঠির অপেক্ষায়!
গোধূলিতে পেয়েছি এক রাঙা রক্তের চিঠি,
প্রতি পৃষ্ঠায় ভালোবাসার বন্ধন বয়ে চলে,
যেন তোমার মুখখানি ভেসে বেড়ায়
রাঙা কালিতে,শেষ বেলাতে তোমার 'ভালোবাসা'
শব্দের কারু শৌখিনে
কে যেনো বারেবারে লিখে যায়
'ভালোবাসি' 'ভালোবাসি'।।