আজ থেকে চার বছর আগে আমিও পারতাম এই দেশ ছেড়ে চলে যেতে। কিন্তু এ দেশ,মাটি মানুষের মায়ায় সেইদিন পারিনি। কিন্তু দেশ তো নিজেই তার সন্তানকে দূরে ঠেলে নিঃসঙ্গ হতে চলছে-
বিচ্ছেদে কি মুক্তি মাতা,হাল ধরিবে কে-
স্বার্থ ছোপে ছিঁড়ে ফেলছে সোনার দেশটাকে –
হাল ধরিবে কে'রে মাতা,হাল ধরিবে কে-
বিচ্ছেদে কি মুক্তি মাতা, হাল ধরিবে কে-
মুক্তি দিলে শূন্য মাতা, ঊর্ধ্বে উঠবে কে-
নিমিষেতেই হারিয়ে যাবে, রক্ষা করবে কে-
বিচ্ছেদে কি মুক্তি মাতা,হাল ধরিবে কে-
মেধার তরুণ হারিয়ে মাতা,ছিঁড়ছে দেশটাকে-
ভিনদেশীরা লুফে নিবে, রূপসী বাংলা কে-
বিচ্ছেদে কি মুক্তি মাতা, হাল ধরিবে কে-
স্বার্থ ছোপে ছিঁড়ে খাচ্ছে, সোনার দেশটাকে-
হাল ধরিবে কে'রে মাতা, হাল ধরিবে কে-
স্বার্থে শকুন খাচ্ছে মড়ক, নিরীহ দেশটাকে-
আপন তরুণ ভাগিয়ে দিয়ে,রাখছে গেঁয়ো কে-
বিচ্ছেদে কি মুক্তি মাতা, হাল ধরিবে কে-
হাল ধরিবে কে'রে মাতা,ভাগাও নরক কে-
সোনার তরুণ রাখো মাতা,আপন বুকে তে-
বিচ্ছেদে কি মুক্তি মাতা,হাল ধরিবে কে-
ছুঁড়ে মারো স্বার্থ গোষ্ঠী নরপশু কে-
শক্ত হাতে দমন কর,নিজ মাটি তে-
বিচ্ছেদে কি মুক্তি মাতা, হাল ধরিবে কে-
আপন সন্তান রেখো মাতা,নিজ কোলে তে-
বিচ্ছেদে কি মুক্তি মাতা,হাল ধরিবে কে-
শক্ত হাতে বৈঠা নিয়ে হটাও শকুন কে-
নিজের দেশে স্বপ্ন দেখ,স্বাধীন বাংলা এঁকে-
সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বে জাগো দেশটাকে-
হাল ধরিবে কে'রে মাতা, হাল ধরিবে কে-
বৈষম্যকে ছুঁড়ে মারো স্বার্থ মুখোশ কে-
বিচ্ছেদে কি মুক্তি মাতা মুক্তি, হাল ধরিবে কে-
সোনার দেশকে রক্ষা কর, বিজ্ঞ লোকে তে-
মুক্তি মিলবে সবুজ শ্যামল জন্মভূমি তে-
জাগবে জোয়ান উর্ধ্বে মাথা বিশ্ব ভুখণ্ডে।।
অতঃপর দেশ মুক্তি পেল-ফিরে পেল তাঁর সন্তান। মাতা পেল মাতৃত্ব;সন্তান পেল স্নেহ মূল্য;
জুলাই,২০২৪।