একটি ফুল!
অনন্তকাল যাকে নিয়ে বেঁচে থাকা যায়।
কভু শেষ হবে না তার সুবাস।
ফুলের অস্তিত্বকে ঘিরে,
প্রতিটা জীবন হবে গৌরবের ইতিহাস।
প্রভাত এর সূর্য রশ্মি থেকে
গোধূলি পর্যন্ত সে যে মিশে থাকে ছায়া হয়ে।
এই ফুল অন্য দশটি ফুলের মতো নয়
যে সুবাস হারিয়ে গেলে,
তার জায়গা হয় কোন এক নর্দমায়।
একে আগলে রেখে বেঁচে থাকলে জীবন হবে সার্থক।
এ যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ।
মায়ের সাথে সন্তানের মাতৃত্ব।
বন্ধুর সাথে বন্ধুত্বতা।
প্রেমিক-প্রেমিকার বিশ্বস্ততা।
ধর্মের এই জাতিত্ব।
এই সবের মাঝে আছে ফুলটির অস্তিত্ব।
গোলাপ কিংবা কৃষ্ণচূড়া নয়,
যে এক সময় শুষ্ক হয়ে হারিয়ে যায় তার সৌন্দর্য ।
কিন্তু এই ফুল কোন ফুল?
এ যে " ভালোবাসা "নামক ফুল
যাকে হৃদয়ে ধারণ করে রাখলে
আমাদের জীবনের চলার পথে
বাঁধা হয়ে দাঁড়াতে পারবেনা কোন অশুভ শক্তি।
জীবন হবে রঙিন ঘুড়ির মতো
উড়তে থাকবে সীমাহীন দিক-দিগন্তে।
তাই যার ভিতর যতো বেশি "ভালোবাসা"
সে তত প্রিয়।
অতঃপর সে বিশ্ববাসীর কাছেও প্রিয়।
"ভালোবাসা" নামক ফুলটিকে আঁকড়ে ধরো
জীবন বদলে যাবে।
বিনির্মাণ হবে এক নতুন পৃথিবী.....