আমি মিথ্যে স্বান্তনা দিচ্ছি,আমি মিথ্যেবাদী;
আমরা মিথ্যাবাদী, বিশ্বাসঘাতকতার দল।
আমি মিথ্যে স্বান্তনা দিচ্ছি‌,আদরের মা-বাবাকে।
একদিন সুখে রাখব বলে;
আমি মিথ্যে স্বান্তনা দিচ্ছি,স্নেহের ভাই-বোনকে।
মস্ত বড় অফিসার হব বলে;
আমি মিথ্যে স্বান্তনা দিচ্ছি,পাড়া প্রতিবেশীকে।
একদিন পাশে দাঁড়াব বলে;
আমি মিথ্যে স্বান্তনা দিচ্ছি,বিশ্বস্ত রাশেদকে।
একদিন হাত বাড়িয়ে দিব বলে;
আমি মিথ্যে স্বান্তনা দিচ্ছি,পরিশ্রমী ছাত্রছাত্রীকে।
ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে;
আমি মিথ্যে স্বান্তনা দিচ্ছি,মায়ের দেশের মাটিকে।
নব উঁচুতে বিশ্বকে দেখাব বলে;
আমি মিথ্যে স্বান্তনা দিচ্ছি,বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষীকে।
নতুন একটা সকাল দিব বলে;
আমি মিথ্যে স্বান্তনা দিচ্ছি,ঘাম ঝড়ানো বাবাকে।
তাঁর মূল্য ফিরে দিব বলে;
আমি মিথ্যে স্বান্তনা দিচ্ছি,সদ্য নিষ্পাপ শিশুকে।
উড়ন্ত প্রকৃতিতে বাঁচবে বলে;
আমি মিথ্যে স্বান্তনা দিচ্ছি,আমার অধরা স্বপ্নকে।
ক্ষমা কর হে দরিদ্র্য মাতা; মধ্যবিত্ত মোরে;
ভেঙ্গেছে মোর স্বপ্নকে,কাঁদিয়েছে হিয়া,জড়িয়েছে চোখ,
একদল স্বার্থ গোষ্ঠী লোক;
শত শত তরুণ তরুণীদের স্বপ্নকে ভেঙে দেয়া হলো,
একটা মেধাকে ধ্বংস করে দেওয়া হলো,
আর অজ্ঞতার ছোবলে বিজ্ঞদের হারাল,
আমার প্রিয় বৈষম্যের সোনার বাঙ্গালা।