অন্ধকারাচ্ছন্ন বিশ্ব,
আজ অসহায়ত্বের মূর্ত প্রতীক।
অসহায়, অভাবে,
ছুটছে জীবনের গন্ডি পথ......
গৃহস্থালির উনুনে নেই আগুন টুকু।
ক্ষুধার্ত পেটভরা ক্ষুধার হাহাকার।
চারদিক যে ভয়ংকর হতে চলছে।
আর মানুষের স্বপ্নগুলো,
শুকনো পাতার মতো মলিন হয়ে যাচ্ছে।
আগুনে পোড়ালে থাকে না পাতার অস্তিত্ব।
তেমনি হিংসা, বিদ্বেষ,লোভ,লালসা
স্বার্থপরতার পৃথিবীতে স্বপ্নগুলো যেন দুঃস্বপ্ন।
চোখের সামনে দেখি মৃত্যুপুরী,
ধ্বংস হচ্ছে পৃথিবীর রূপ,
আর,মানুষ হচ্ছে অসহায় পথের পথিক।
আমরা কি পারবো না,
পূর্ব পুরুষদের মতো করে স্বপ্ন দেখতে..?
পারবো নাকি,
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কে সৌন্দর্যে ভরে রাখতে..?
নাকি দেখতে হবে ভয়ংকর পৃথিবীর রূপকে,
যেখানে আমরা ধ্বংসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি।
যেন মুহূর্তেই মৃত্যু পথের যাত্রী.........