সদা মুসলিম সদা সাহসী সৈন্য জাগো বহিয়ান,
নব উর্ধ্বে গিয়ে সুউচ্চে দাঁড়াও আমরা মুসলমান।
হত্যা নহে বক্ষে ধরো কুরআনের বুলিয়ান,
আমরা জাতি জাগরিত বিশ্বে মহা শক্তিমান।
উর্ধ্বে মোদের মাথা করে দাঁড়িয়েছে ধরনী,
মুসলিম তোমায় স্মরণ করিবে তোমার অমর কীর্তি।
তুমি বিশ্বে রয়ে যাবে অন্তরেরও অন্তঃস্থলে,
কভু মুসলিম ভুলিবেনা তোমার অবদানের কৃতী তরে।
অন্ধকারের আলোতে যে নর বাতি জ্বালিলো ঘরে,
সেথায় স্মরণে তোমার কৃতী রাইসি পাখির তরে।
তোমার সহচর দেখিয়ে দিলো মুসলিম মুখের শ্রুতি
বিশ্বকে এক মঞ্চে করে শিখিয়েছে আবদুল্লাহিয়ানের ভ্রাতী।
মুসলিম মনে এনেছো তুমি শক্তির নব জোয়ার,
যতদিন রবে মুসলিম তোমরা শক্তি 'কর-জোয়ার'।
উড়েছে তোমার শক্তির জোয়ার লেগেছে মনের তরে,
আমি হতভাগা ভক্তি জানাই রাইসি পাখির তরে।
ভুলিনি মোরা, ভুলবো নাকো তোমার অমর কীর্তি,
মৃত্যু তোমায় নিয়ে যাবে চির শান্তির বসতী।
ঘুমিয়ে থাকো রাইসি পাখি বসন্তী বাগানে,
চক্ষু মেলিয়ে দেখিবে মুসলিম বিজয় ধ্বনিতে।
ক্ষীণ হৃদয়ে উদ্বেলিত তোমার মৃত্যু শোকে,
জেগে থাকবে লক্ষকোটি মানব হৃদয়ে।।