সূর্যের পুলকিত আলোর;
মেহগনি রঙের ঝাঁপসা আলোয় উদ্ভাসিত দিন।
হাজারো স্বপ্নেরা শিহরিত হবে নতুনত্বের ছোঁয়ায়।
দিব্য দিগন্তে অস্তমিত হবে লাল টুকরো সূর্য।
সখ্য প্রেমলীলায় মাতস্তিত হবে প্রলয়শিখার স্তূপ।।
নব চিকন ডালে বাসা বাঁধবে নীড় হারা বিহঙ্গ;
শীতল বাতাসের নীড়ে দোল খাবে তৈলের চডুই।
দূর আকাশের বুকে নীহারিকা মিটমিট জ্বলে;
অন্ধকারের ঘনীভূত থেকে পৃথিবীকে বাঁচাতে।
চারদিকে ছড়িয়ে পড়েছে অনাহিত দুর্বৃত্তরা;
ক্ষুধার জ্বালায় অস্থিমজ্জা ভেঙে পড়েছে।
সদ্য আলো হাঁপিয়ে পড়েছে চারদিকে অহর্নিশ অন্ধকার।।
ক্রমশ গড়িয়ে পড়েছে অন্ধকারের লাভায়।।
এখন শেষ সময় এসেছে,এই তার শেষ বার্তা;
চলছে দিবসের শেষ চিঠিতে কলমের ঝঙ্কার।
তব অন্ধ থেকে ঘোর অন্ধকার হবে;
তব চোখের কোটরে পরাজয়ের আত্মগ্লানি,
তব ঘুম থেকে ঘুমন্ত প্রাণী হবে।।
পথিকের চোখ বেঁকে যায় ঘোর কুয়াশায় ।
আলোকহীন অন্ধকার;পৃথিবীর আলোর সন্ধানে,
নির্ঘাত মৃত্যু ভেবে পালিয়ে যায় মনুষ্যকুল।
ব্যর্থ প্রেমিক ছুটে চলে দেবাসর,দেউল,দেবালয়।
করুখার এই পৃথিবীর এখন শেষ বার্তা বহনে
ফেরার পথে আলোকহীন সমাজ এখন ঝাঁপ দিবে,
অন্ধকারাচ্ছন্ন এক পৃথিবীর ভূপৃষ্ঠে।।