উড়ে যায় শঙ্খচিল
ছুঁয়ে যায় বাংলার মুখ;
বলে যায় উঠো
           সবুজের তলের সন্তান;
তেপান্তর ঘুরে এসে আমি বাংলার রূপে বিভোর।
এখানে ডানা আমার ঝড়ে পড়ে;
চুম্বক তৃষ্ণা এই মাঠ,এই নদী,এই মায়ের সন্তান।
আমি বেরুয়েছি পৃথিবীর বিচার করিতে
  ‌                                         শ্রেষ্ঠত্বের;
আমি শ্রেষ্ঠ বিচারক:
শস্যের বুকে হলুদের
                 মাঝে তৃপ্তির আর্তনাদ।
মাটির গন্ধে মিশে আছে প্রেমিকার শেষ মিলন।
তৃনাদ্রির শেষ ইচ্ছে পৃথিবীর তরে
                                 আমার বাস;
আমি উড়িছি আকাশের তরে
                  আমি শ্রেষ্ঠ বিচারক;
আমি বাংলার তরুণের মূর্তিপ্রতীক
                       বক্ষে জয়ের নিশান;
আমি;
শঙ্খচিল আকাশে উড়ি
ছুঁয়ে যায় বাংলার মুখ;