আমি জীবনানন্দের শিষ্য
দক্ষিণা মায়ের সন্তান;
আমার বক্ষে জুড়ে আছে
নদীর ঢেউয়ের গন্ধ।
নদীর জলরাশির গন্ধে ওরা জনতার ভিড়।
ইলিশের বেওয়ারিশ গন্ধে
আমার একটা সকাল হতো।
হঠাৎ রৌদ্র কললিত বৃষ্টির আভায়
পাতিশিয়েলের বিয়েতে; ইলিশের সভা;
এখন সভা নেই,ইলিশ নেই, গন্ধ নেই।
আমি ধানসিঁড়ি নদীর তীরের এক সুচতুর বালক:
আমার মাতৃলয়ে ধানের গন্ধে জনতা আনমনা।
ওরা জাগে,গাহে গান,কাটে ফসল;
ওদের সখ্যতা ধানের শীষ কাঁটার ঘচাঘচ শব্দে;
আমি দক্ষিণা সাগরে ভেসে বেড়ানো
জীবনানন্দের শেষ রাজহংস;
রূপালি মাছের সঙ্গে সখ্যতা আমার;
কলমির গন্ধ নেওয়া শেষ ভ্রমর;
যেথায় নাসারন্ধ্র মধুর স্তূপ;
তৃনাদ্রির আকাশের বুকে আমি শেষ শঙ্খচিল;
গ্রহ, তারকারাজির খেলার শেষ পুতুল বালক;
আমি পৃথিবীর শেষ প্রান্ত ঘুরিয়েছি
কভু পাইনি;
ধানসিঁড়ি নদীর তীরের শেষ বালক তোমায়;
তোমার মুখের স্ফূর্তি চরণ আমার কবিতার কলম।
আমি শিষ্য:
প্রকৃতির স্পর্শের শেষ বালক;
আমি দক্ষিণা মায়ের সন্তান;
আমার বক্ষে জুড়ে আছে নদীর ঢেউয়ের গন্ধ,
তার অন্তরালে তু'মি।