হ্যঁ,আমি আবারো বলছি,
আমার পূর্ব পুরুষ বলছে।।
তাঁরও পিতৃ পুরুষ বলছে,
বলছে অনাহারে থাকা শ্যাম কাক।
বলছে কণ্ঠ রাজ সুমধুর কোকিল।।
বলছে সুউচ্চে দাঁড়িয়ে থাকা বৃক্ষরাজি,
বলছে নিমন্ত্রণে ধেয়ে আসা মেঘমালা।।
বলছে গহীন দূর সীমানার সাগর, মহাসাগর।
বলছে জনশ্রুতি তে থাকা বৃদ্ধ হাশেম,
তাঁর চিৎকারে বিকট শব্দে ঘুম হারা জনতা।।
বলছে লালিত প্রেমিকার নিরুদ্দেশ ভালোবাসা।
হ্যঁ,আমি আবারো বলছি,
আমার পূর্ব পুরুষ বলছে।।
নাই কিছু নাই, নিঃসঙ্গ, একাকী,
একা, একাকীত্ব,স্বার্থের বাইরে নয়।
প্রয়োজন ফুরিয়ে যাবে,কেউ নাই ।।
বৃক্ষ ছেড়ে দেয় তার শুকনো পাতা।
নদী তার উত্তল করে জলরাশি।।
বাবা ছেড়ে দেয় তার আদরের ছেলে কে,
মা দূর থেকে শিক্ষা দেয় একা চলতে হবে।।
হন্ত প্রেমিকা মুখ ফিরিয়ে নেয় তার অনুরক্ত প্রেমিক থেকে,
কেউ নাই ,একা,একাকীত্ব।
আমি আবারও বলছি,কেউ নাই,কেউ নাই,
সবাই একা।।