খোদার প্রিয় বান্দা মোরা,
রাসূল প্রিয় উম্মাতি।
সকাল থেকে সন্ধ্যা,
করবো তার বন্দেগী।
খোদা-রাসূল ধরো,
সবকিছু তুমি ছাড়ো।
কুরআন আমার ধর্ম,
রাসূল আমার কর্ম।
খোদা আমার রব,
রাসূল আমার সব।
সব কাজেরই শুরু,
খোদা- রাসূল গুরু।
সুখ যদি চাও পরকালে,
বিসর্জন দেও ইহকালে।
স্বার্থ বড়াই ছাড়ো,
খোদা রাসূল ধরো।
ক্ষণস্থায়ীর মায়া আর কতোকাল করবে,
লক্ষাধিক বছর কেমনে করে চলবে।
কোনোই চাওয়া নাই তো মোদের এই না জামিনে
সকল চাওয়া রইলো মোদের ঐ না হাশরে।।