কবুল করো মোদের খোদা তোমার দরবারে,
মাফ করে দেও সকল গুনাহ এই রমজানে।
জীবন নামের পালকি আজ বড়ই যে কঠিন,
তুমি রক্ষা না করিলে ধ্বংস যে এই দিন।
ভাই বলো বন্ধু বলো কেউ কারো যে নই,
তুমি ছাড়া এক মূহূর্ত চাই না কারো ঠাই।
সকল কাজে ব্যস্ত মোরা তোমার কাজে নহে,
মাফ করো মোদের গুনাহ এই রমজানে।
তুমি দয়ার সাগর তাই দিল দরদীয়া,
তাই তো তোমার নাম হলো আল-গাফুরুন।
তোমার প্রিয় বান্দা মোরা, রাসূল প্রিয় উম্মতে,
মাফ করো হে খোদা তোমার বন্ধুর রহমতে।
মোদের মিনতি আজ কবুল করো খোদা,
শেষ বিচারে মোদের তুমি করো প্রিয় বান্দা।
স্বার্থপর এই পৃথিবী নিঃস্বার্থের অভাব,
ফিরিয়ে দিওনা এই মোদের মোনাজাত।
দালান কোঠা বাড়ি, নাই কিছু নাই চাওয়া,
শেষ বিচারের দিনে চাই তোমার সাফা'য়া।
মোদের তুমি রব, রাসূল মোদের সব,
সকল কাজের শুরু খোদা-রাসূল গুরু।।