ভুলে আপন রব
আব্দুর রহীম হাজারী
কোথায় গিয়ে ঘুরছো তুমি
ভুলে আপন রব
যিনি মোদের রিজিক দাতা
দেন যে তিনি সব।
বুবকে ভুলে চলছো তুমি
নিজের মন মতো,
চিন্তা করে দেখ না যে তুমি
দিচ্ছেন তিনি কতো।
বাড়ি গাড়ি খাদ্যের যোগান
করতে তুমি ব্যাস্ত,
তার পিছনে ঘুরে এখন
নষ্ট করছো স্বাস্থ্য।
সবকিছু তো রব ই দিবে
এই বিশ্বাসে ফিরো,
দুনিয়ার মায়া ত্যাগ করে
আমল তুমি করো।
রিজিক দাতা প্রভু যে তিনি
দিবেন তিনি সব,
তিনিই মোদের সৃষ্টিকর্তা
তিনি মোদের রব।