ভোরের বেলা আলোর মেলা
আব্দুর রহীম হাজারী

ভোরের বেলা আলোর মেলা
হাঁটলে মেটো পথে,
হিমেল হাওয়া গায়ে লাগে
শক্তি আসে রথে।

সকাল বেলার মৃদু হাওয়া
ভালো স্বাস্থের জন্য,
ভোরের বেলা হাটবে যেজন
জীবন হবে ধন্য।

ফজর পড়ে ভোরের বেলা
ফুটবে নতুন আলো,
হাঁটবে যেজন মৃদু হাওয়া
হবে তাহার ভালো।

শিশির ভেজা মেটো পথে
হাটলে খালি পায়ে,
সুগার হয় কম বাড়ে যে দম
শক্তি আসে গায়ে।

পাখিরা সব করে যে রব
মিষ্টি মধুর সুরে,
ভোরে হাঁটলে ব্যায়াম হবে
ব্যধি সরবে দূরে।