ভুলের পথে
আব্দুর রহীম হাজারী
চলছে যারা ভুলের পথে
দূরে সরে বিবেক হতে
করছে খারাপ কাজ,
সার্থের লোভে পড়ে তারা
হয়ে আজি বিবেক হারা
নেই কো তাদের লাজ।
পাপের কাজের ছুটে মানুষ
উড়াচ্ছে আজ রঙ্গিন ফানুস
যাহা চাচ্ছে মন,
পাপের শাস্তি পেতে হবে
হঠাৎ যখন বন্ধ হবে
তাদের আপন ধন।
মরণ যখন ডাকবে তবে
কবর পাড়ে যেতে হবে
বন্ধ হবে পাপ,
প্রভুর হুকুম মানলে পরে
মরতে পারলে তওবা করে
হতে পারে মাফ।