ভাদ্র আশ্বিন মাসে
আব্দুর রহীম হাজারী

শিশির ভেজা সকাল বেলা
শরৎ লাগে ভালো,
সূর্য উঠে পূব আকাশে
ফুটে দিনের আলো।

মুক্তা কণা শিশির বিন্দু
জমে থাকে ঘাসে,
কেমন সুন্দর লাগে আহা
ভাদ্র আশ্বিন মাসে।

ভাদ্র আশ্বিন শরৎ কালে
কাশফুল যে ফুটে,
মেঘের আধার কেটে গিয়ে
প্রখর রোদে উঠে।

শাপলা শালুক ফুলে ফুলে
শোভা পায় যে বিলে,
বর্ষা শেষে শরৎ কালে
আকাশ থাকে নীলে।

খোকা খুকী বিলে নামে
শাপলা তোলার তরে,
শাপলা শালুক তোলে তারা
আনবে নাকি ঘরে।