উঠো খোকা
আব্দুর রহীম হাজারী

উঠো খোকা ঘুম ছেড়ে ঐ
রোজ বিহানে উঠো,
অযু করে কায়দা হাতে
মক্তব পানে ছুটো।

মক্তবেতে গেলে  খোকা
কুরআন শেখা যাবে,
একটি হরফ পড়লে খোকা
দশটি নেকি পাবে,

কুরআন শিক্ষা শেষে যখন
মক্তব ছুটি হবে,
বাড়ি এসে নাস্তা সেরে
স্কুল যাবে তবে ।