উরশীউড়া গাঁয়ে
আব্দুর রহীম হাজারী

আমার বাড়ি এসো বন্ধু
উরশীউড়া গাঁয়ে,
শিশির ভেজা সকাল বেলা
হাঁটবো খালি পায়ে।

বন্ধু বলে তোমায় আমি
করবো অনেক পেয়ার,
আমার ঘরে বন্ধু তোমায়
বসতে দেবো চেয়ার।

বন্ধু তোমার আপ্যায়নে
আমার অনেক খায়েশ,
মিষ্টি সেমাই খেতে দেবো
আরো দেবো পায়েস।


গাঁয়ের মেঠো পথে আমি
ঘুরবো তোমায় নিয়ে,
বিকেল বেলায় বসবো মোরা
বিলের পাড়ে গিয়ে।


আমার গাঁয়ে উরশীউড়া
যাও না বন্ধু দেখে,
সবুজ শ্যামল গাঁ যে দেখে
মনটা যাবে রেখে।