উল্টো কলম চলে।
আব্দুর রহীম হাজারী
শিক্ষা জাতির মেরুদণ্ড
লোক সমাজে বলে,
সোনার মানুষ গড়বে ভবে
শিক্ষা ভালো হলে।
সু শিক্ষা তে সু মানুষ হয়
সমাজ করবে গঠন,
কু শিক্ষা তে সমাজ ধ্বংস
হবে অধঃপতন।
শিক্ষা গ্রহণ করে যেজন
চলবে পথে মন্দ,
শিক্ষা যে তাঁর পথ দেখায় নি
রয়েছে সে অন্ধ।
শিক্ষিত লোক কভু যদি
অসৎ পথে চলে,
মন্দ কাজে জীবন চালায়
লোভ লালসার ছলে
দুর্নীতি বাজ লোক যে এখন
দেশটা গেছে ভরে,
উল্টো কলম চলে আবার
লোভের ফাঁদে পড়ে।