তোমার কৃপা চাই
আব্দুর রহীম হাজারী

পাপী আমি বান্দা তোমার
ওগো রহমান,
মাফ করে দাও প্রভু তুমি
তুমি দয়াবান।

জীবন পথে চলার পরে
করছি কত পাপ,
গাফফার তুমি গফুর তুমি
করে দাও গো  মাফ।

ভবের মায়ায় পড়ে আমি
করলাম কত ভুল,
ক্ষমা কারী প্রভু তুমি
নেই তো কোন তুল।

লোভের বশে মনের ফাঁদে
চলছি খারাপ পথ,
প্রভু তুমি সত্য পথে
চালাও আমার রথ।

পাপ যে কত করছি আমি
তার তুলনা নাই,
ক্ষমা কর প্রভু আমায়
তোমার কৃপা চাই।