তুমি করে দিতে শেষ?
আব্দুর রহীম হাজারী।

গুলি করে তুমি চাইছো
করে দিতে শেষ,
গুলি খেয়ে নতুন করে
জেগে উঠছে দেশ।

ক্ষমতার ঐ জন্য তুমি
কাড়লে কত প্রাণ,
দেশব্যাপী শুরু হলো
মুক্তি কামী গান।

তোমার দলের আক্রমণে
ঝড়লো কত খুন,
দেশের তরে লড়তে এলো
কত ভাই ও বোন।

গুলি খেলো জীবন গেলো
পিছু নাহি যায়,
অবশেষে ছাত্র জনতা
বিজয় গান গায়।

শিক্ষার্থীরা বিজয় হলো
হলো না তো  শেষ,
তোমাকেই তো অবশেষে
ছাড়তে হলো  দেশ।