তুমি আমার
আব্দুর রহীম হাজারী
তুমি আমার জীবন সাথী
প্রভুর দেওয়া ধন,
তোমায় পেয়ে ধন্য হলো
আমার এই যে মন।
সারাদিনের ক্লান্তি শেষে
দেখে তোমার মুখ,
দুঃখ কষ্ট ভুলে গিয়ে
পাই জান্নাতী সুখ।
সারা জীবন চলবো দু,জন
তোমায় নিয়ে সই,
সুখ ও দুখের সকল কথা
তোমার কাছে কই।
আলোকিত করে যেনো
আমাদের ঐ কোল,
প্রভু মহান দান করিলো
দুটি সুন্দর ফুল।
সন্তান নামের ফুল ফুটিলো
প্রভুর সেরা দান,
আদর আহ্লাদ দেবো তাদের
দিয়ে মনো প্রাণ।