থামবে না কো গতি
আব্দুর রহীম হাজারী
নিন্দুক তুমি নিন্দা করে
করতে চাচ্ছো ক্ষতি,
তুমি যতই নিন্দা করো
থামবে না মোর গতি।
হিংসা নিন্দা ভুলে গিয়ে
চলবে আমার কলম,
আমার লেখা হবে তোমার
হিংসা নিন্দার মলম।
তিলটাকে তাল করে বলছো
হিংসুটে ঐ মনে,
উল্টো প্রচার করে যাচ্ছো
সর্বলোকের সনে।
নিন্দা করে চলছো তুমি
মনটা করে কালো,
তুমি যতই নিন্দা করো
আমার হচ্ছে ভালো।
হিংসা নিন্দা করে যাচ্ছো
লাভ কি হলো তাতে,
জীবন মরণ বাজি রেখে
কলম আমার হাতে।