সুখের নায়ের মাঝি
আব্দুর রহীম হাজারী
চলে মানুষ দেখছি আমি
সুখের সাজ সাজি,
খোঁজে যে দেখি সবাই আবার
দুখ নায়ের মাঝি।
কর্মব্যস্ত সময় কাটে
একটু সুখের তরে,
সুখপাখির খুঁজযে পেতে
কষ্ট সহ্য করে।
সুখের তরে দিতে যে হবে
দুখের সাগর পাড়ি,
কর্মময় ঐ জীবন গড়ে
অলসতাকে ছাড়ি।
নিশি রজনী ধরার বুকে
সুখ খুজিছে সবে,
দুঃখকে জয় করে নাকি
সুখে যে সবে রবে।
যাহা পেয়েছে তাহাকে নিয়ে
থাকে সে যদি রাজি,
তবেই নাকি হতে পারবে
সুখ নায়ের মাঝি।