সুখের আশায়
আব্দুর রহীম হাজারী
দুঃখের সাগর পাড়ি দিয়ে
আসবে কবে সুখ,
পেরেশানি মুক্ত হয়ে
থাকবো হাসি মুখ।
সুখের আশায় সকাল সাঁঝে
করে যাচ্ছি কাজ,
হালাল কাজ করতে কভু
পাই না আমি লাজ।
দুঃখ নিয়ে মন মাজারে
কাটছে আমার রোজ,
কবে যেন পাব আমি
সুখের নদীর খোঁজ।
পরিবারের সুখের তরে
চেষ্টা দিন ও রাত,
তাদের সুখের কারণ যেন
হয় আমার এই হাত।
পরিবারকে নিয়েই আমি
খুঁজে বেড়াই সুখ,
জীবন ভরে দেখতে যে চাই
তাদের হাসি মুখ।