স্নিগ্ধ ভোরে
আব্দুর রহীম হাজারী
ভোরের বেলা স্নিগ্ধ হাওয়া
লাগে অনেক ভালো,
রবি মামা উঁকি দিয়ে
ফুটায় দিনের আলো।
হিমেল হাওয়া গায়ে লাগে
শান্তি আনে মনে,
রবির কিরণ স্নিগ্ধ ভোরে
মিষ্টি লাগে তনে।
পাখপাখালি জেগে উঠে
মধুর গানে গানে,
সৌরভ ছড়ায় শিউলি বকুল
নানান ফুলের ঘ্রাণে।
ঘাসের ডগায় শিশির বিন্দু
যেন মুক্তা ঝরে,
দেখতে কেমন সুন্দর আহা
মনটা যে যায় ভরে।
নিখিল ভুবন জেগে উঠে
নতুন দিনের ছবি,
মহান প্রভুর শোকর করি
উঠে যখন রবি।