শিশু মন
আব্দুর রহীম হাজারী
শিশু মন যে অতি সুন্দর
নিষ্পাপ হয়ে আসে,
শিশুর মুখে কান্না তখন
অন্যরা তো হাসে।
শিশুর মনে থাকে না পাপ
শুধু কান্না হাসি,
শিশু থাকে ফুলের মতো
সবাই ভালোবাসি।
শিশু বেলায় যাহা শুনে
তাহাই সে তো বলে,
চলতে দেখে বড়দের কে
সেভাবেই সে চলে।
শিশু মনটা কাদার মতো
যাহা শিক্ষা দিবে,
বড় হয়ে সেই শিশুটি
তাহাই দীক্ষা নিবে।
শিশু থেকে করতে হবে
ভালো শিক্ষা শুরু,
মা ই হবেন শিশু গণের
প্রথম শিক্ষা গুরু।