শিক্ষার আলো
আব্দুর রহীম হাজারী
লেখা পড়া করতে হবে
শিখতে হবে সব,
আদর্শবান মানুষ হয়ে
জীবন গড়বে তর্।
শিক্ষা জাতির মেরুদণ্ড
সর্ব লোকে কয়,
জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে
জীবন করো জয়।
প্রভাত বেলা ছেলে মেয়ে
বেঁধে সবাই দল,
শিক্ষার তরে সবাই মিলে
বিদ্যালয়ে চল।
মন দিয়ে তাই পড়বে সবাই
শিখবে যেন বেশ,
শিক্ষা নিয়ে এগিয়ে যাবে
গড়বে আপন দেশ।
শিক্ষা নিয়ে জীবন গড়তে
শিখবে দিয়ে মন,
মান ও সম্মান দিবে তবে
সকল মানুষ জন।